Category List

All products

All category

BN

Exor Mart

Privacy Policy

Exor Mart এ আপনাকে স্বাগতম। Exor Mart (exormart.xyz) ব্যবহার করতে হলে অথবা এর মাধ্যমে কোন

তথ্য অথবা সেবা পেতে হলে নিচের শর্ত গুলি মেনে নিতে হবে –


১) এই শর্তাদি তে ,“আপনি ”, “ব্যবহারকারী” এর রেফারেন্সের অর্থ সর্বশেষ ব্যবহারকারী / গ্রাহককে বোঝায় যিনি

ওয়েবসাইটটি, এর বিষয়বস্তু এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রদত্ত সে বাগুলি ব্যবহার করেন। “ওয়েবসাইট”, “exormart”,

exormart.xyz


২) আমরা যেকোন সময়ে এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখি । যা ওয়েবসাইটে প্রকাশ করা হলে সাথে সাথে

কার্যকর হবে । আপনার এই ওয়েবসাইট ব্যবহার অব্যাহত থাকার মানে হচ্ছে আপনি সংশোধিত ত শর্তাদি মেনে নিয়েছেন।


৩) ওয়েবসাইটটি Exor Mart এর টিম দ্বারা পরিচালিত।


৪) Exor Mart বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে থাকে । ওয়েবসাইটে প্রদর্শিত সকল পণ্য Exor Mart এর স্টকে থাকেনা। আপনার অর্ডার এর কোন পণ্য স্টকে না থাকলে তা উৎপাদক/সরবরাহকারী এর কাছ থেকে সংগ্রহ করে আপনার কাছে পাঠানো হবে । যদি কোন পণ্য স্টকে এবং উৎপাদক/সরবরাহকারী এর কাছে না থাকে তাহলে তা Exor Mart আপনাকে সরবরাহ করতে পারবে না । এবং আপনার এই অর্ডার কনর্ফামমেশন এর ক্ষেত্রে যদি ডেলিভারি চার্জ বা অর্ডার বুকিং মানি এডভান্স করে থাকেন। সেক্ষেত্রে Exor Mart এডভান্স কৃত ডে লি ভারি চার্জ বা অর্ডার বুকিং মানি আপনাকে ফেরত দিবে ইনশাআল্লাহ।


৫) Exor Mart পণ্যের বিবরণ সঠিক ভাবে দেওয়ার যথাসম্ভব চেষ্টা করে । যেহেতু Exor Mart কিছু কিছু পণ্য নিজে

উৎপাদন করে না তাই পণ্যের বিবরণের জন্য উৎপাদক/সরবরাহকারী এর উপর নির্ভর করতে হয়। তাই কোন পণ্যের

বিবরণ যদি ওয়েবসাইটের বিবরণের সাথে না মিলে তাহলে তার একমাত্র সমাধান হচ্ছে Exor Mart এর কাছে

অব্যবহৃত অবস্থায় পণ্যটি ফেরত দে ওয়া।


৬) আপনার অর্ডার বা ফরমায়েশ আমাদের কাছে একটি প্রস্তাব – এটি কোন বিক্রয় চুক্তি নয়। আপনার অর্ডার প্রাপ্তির পর

আপনাকে একটি অর্ডার প্রাপ্তির নিশ্চিতকরণ ইমেইল এবং / অথবা এসএমএস পাঠায়। এই ইমেইল অথবা এসএমএস কোন

বিক্রয় চুক্তি নয়। বিক্রয় চুক্তি তখনই সম্পন্ন হবে যখন আপনার অর্ডার এর পণ্য আপনার কাছে হস্তান্তর করা হবে ।


৭) আপনার অর্ডার কৃত পণ্য সিপিং অবস্থায় (অর্থাৎ কুরিয়ারে হস্তান্তর এর পরে ) আপনি অর্ডারটি বাতিল করতে পারেননা। যদিও বাতিল করেন সে ক্ষেত্রে ডেলিভারি চার্জ সহ রির্টান চার্জ আপনাকে বহন করতে হবে ।


৮) এডভান্স:-ঢাকার বাইরের ঠিকানায় অর্ডার কনর্ফাম এর জন্য ডেলি ভারি চার্জ এডভান্স করে আপনার অর্ডারটি

কনর্ফাম করতে হবে ।এবং বড় অর্ডার বা বড় প্রডাক্ট এর ক্ষেত্রে কিছু টাকা এডভান্স করে অর্ডার কনর্ফাম করতে হবে ।


৯) Exor Mart সাধারণত কোন সুনির্দিষ্ট কারণ ছাড়া অর্ডার বাতিল করে না।তবে Exor Mart যে কোন সময় কোন

কারণ দে খানো ব্যতীত অর্ডার বাতিল করার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে ।